শনিবার, ১৬ জুলাই, ২০২২

শব্দব্রাউজ ৫৩৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-533, Nilanjan Kumar

 শব্দব্রাউজ ৫৩৩ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse-533, Nilanjan Kumar



শব্দব্রাউজ- ৫৩৩

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ৭। ২০২২। সকাল আটটা দশ মিনিট ।



শব্দসূত্র: মানবজনম আর হবে না


জীতেন্দ্র দাসের মানবজনম অন্য স্বাদের । সে স্বাদ মানুষ পেতে ভয় করে । অথচ সুরের কাকলিতে সে স্বাদ কখন যে রক্তে !



মৃত্যুর থেকে জন্ম , জন্মের থেকে মৃত্যু এই তো বুঝি । এর বেশি জানলে সব অলৌকিক মনে হয় । আমাদের নাভিপদ্মের মতো অলৌকিক । আমিওতো সে রকম অলৌকিক ।


সুখ আর দুঃখ পাশাপাশি হাঁটতে পারে না । করুণা ধারা পূজা থেকে পেতে হয় । আত্মিক পূজা । বাগাড়ম্বর দিয়ে করুণা আসে না।


সব সফলতা কোন জনমেই হবে না । সব ইচ্ছে কোন জন্মেই মেটে না । হা হা .....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...