শনিবার, ২০ আগস্ট, ২০২২

বই- চিত্র সভাঘরে উন্মুখ পত্রিকার অনুষ্ঠান, Unmukh

বই- চিত্র সভাঘরে উন্মুখ পত্রিকার অনুষ্ঠান



গত ১৬ আগস্ট কলকাতার কলেজস্ট্রিটের কফি হাউসের ত্রিতলে বই- চিত্র সভাঘরে অনুষ্ঠিত হল উন্মুখ পত্রিকার আয়োজনে ' বর্ষাকালীন কবিতা বাসর '। অনুষ্ঠানে জীবনানন্দ স্মৃতি বক্তৃতায় ' স্প্যানিশ কবিতার গতি প্রকৃতি ' নিয়ে বিস্তৃত আলোচনা করেন কবি কমল তরফদার । তাছাড়া ' জীবনানন্দ স্মৃতি পুরস্কার ' প্রদান করা হয় ' জাগর মরুভূমি ' কাব্যগ্রন্থের জন্য কবি কমল তরফদারকে । কাব্যগ্রন্থটি নিয়ে আলোকপাত করেন কবি নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী কবি গৌতম দাশগুপ্ত । সব শেষে  কবিতা পাঠে অংশ নেন পার্থসারথি দত্ত,  নৃপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য,  পঙ্কজ মন্ডল,  নৃপেন চক্রবর্তী,  খগেশ্বর দাস  , পীষূষ বাকচি,  নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় , অমিত কাশ্যপ,  বিশ্বজিৎ রায়, বন্দিশ ঘোষ প্রমুখ । সমাপ্তি সংগীতে অংশ নেন কবি শান্তিময়  মুখোপাধ্যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...