সোমবার, ৩ অক্টোবর, ২০২২

একটি ধারাভাষ্য ।। চিরঞ্জীব হালদার ।। কবিতা, Chiranjib Haldar

একটি ধারাভাষ্য

চিরঞ্জীব হালদার



কুরুক্ষেত্রের আগে কোন ফুচকা দোকানীর সাথে

একটু ইয়ে জমাবার ইচ্ছে ছিল

যদি তা না পাই তাহলে সুলভ কমপ্লেক্সের কোন ঘুম ঘুম রাজপুত্রের কাছে দুদন্ড ছানবিন হেতু সময় ধার্য রাখা দরকার


এই প্রান্তরে এন্ট্রি নেওয়ার আগে প্রত্যেকের ঘোড়াকে কিছু গোপন কৌশল গিলিয়ে দিতো তাদের প্রেমিকারা


রম্ভা তার সুবর্ণখোচিত মেয়েলি পোষাক টা কোন লেনদেন ছাড়া সুলভ কমপ্লেক্সের ছোঁড়াটাকে এভাবে 

বিলিয়ে দেওয়ার পিছনে কোন মাষ্টার মাইন্ড ছিল কিনা কে বলে দেবে

এসবে মধ্যে আমার দায়িত্ব শুধু সরল ধারাভাষ্যের



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...