ভ্রম
চিরঞ্জীব হালদার
মিথ্যে বলবোনা প্রথম থেকে আমার সাথে
তার বেশ একটা ইয়ে ইয়ে
অনেকের কপাল গুণে দুচারটে অতিরিক্ত বান্ধবী বর্ণের আলোর সাথে মাখামাখি
এসো আঁধার এসো পেন ড্রাইভ
চশমা ছাড়াই তোমরা দিব্যি খুটে খাওয়া পাবলিক
আচ্ছা হকিং সাহেব আমার কিঞ্চিত ছোঁকছোঁকানি ভাব কি খুব দোষের
আপনার নিরপেক্ষ নিরীক্ষার বাইনারি ক্যালকুলেসানে আমি গিনিপিগ হতেও রাজি
দিননা দুচারটে বেশ ডবগা ইলিবিলি জুটিয়ে
কাঁহাতক পানুকে নিয়ে রামধনু দেখতে দেখতে ভ্রান্ত লিঙ্গোদয় স্টেশনের টিকিট কাউন্টারে আঁধার গুজরান
মুশকিল হলো যে স্টেশনে নামবো তার নাম ভুলে এখন পানুকেই জিজ্ঞেস করা ছাড়া উপায় দেখিনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন