শব্দব্রাউজ ৬২৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-628, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬২৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৭। ১০। ২২। সময় সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র- যাবতীয় হুল্লোড় গুলি
কি করে আসে
যাবতীয় আনন্দ!
কে দেয়?
হুল্লোড় এলে হতাশা
উধাও ।
জুড়ে থাকে বেহিসেবি
দিকদিশা ।
বাঁচার তাগিদ তখন
হাজার বছর ।
ভালো লাগলো।
উত্তরমুছুন