শব্দব্রাউজ ৬৪২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-642, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৪২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩১। ১০। ২২। সময় সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: পলাশ আগুন স্বপ্নে
পলাশ স্বপ্ন ঘুমের মধ্যে । আগুন আনে । কিন্তু ফাগুন কোথা? এই অগোছালো উত্তুরে হাওয়ায় স্বপ্ন ভাসতে ভাসতে এগোয় । আমি নিঃস্ব হতে ছুটি ইচ্ছেরিক্সো নিয়ে হাততালি দিতে দিতে পলাশ বনে । সর্বনাশের আর কি কোন বাকি থাকে!
মন - আগুন থামতে জানে না । মিষ্টি যন্ত্রণা দুষ্টু করতে করতে সারা শরীরে জড়ায় । পলাশ ফুল তুমি আমার সখি হবে?
স্বপ্ন । আগুন । পলাশ । পলাশ । আগুন ।স্বপ্ন । আত্মা । শান্তি । আনন্দ ।
অভিনবত্ব আছে।
উত্তরমুছুন