সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিভ্রান্ত ।। অভিজিৎ দত্ত ।। কবিতা, Abhijit Dutta

বিভ্রান্ত

অভিজিৎ দত্ত 



শান্তি, মৈত্রী, অহিংসার পূণ‍্যভূমি

ভারতবর্ষ  আজ অশান্ত

ধর্মীয় গোঁড়ামী, কুসংস্কার, দূর্নীতি

লোভ,হিংসা, মানুষে-মানুষে ভেদাভেদ

দেখে আজ আমি ক্লান্ত, বিভ্রান্ত।


বুদ্ধদেব, বিবেকানন্দ, নানক,চৈতন্য

বিদ‍্যাসাগর,রবীন্দ্রনাথ, গান্ধী,সুভাষের মতো

মনীষারা যে দেশে জন্মেছে

সেই দেশ আজ কেন কলঙ্কিত?

তাই আজ আমি বিভ্রান্ত।


স্বাধীনতা সংগ্রামী ,শহীদদের স্বপ্ন,

আজ যেন ডাস্টবিনের আবর্জনার

মতো ,মনে হয় পরিত্যক্ত।


ন‍্যায়,নীতি,সততা 

মহাপুরুষদের আদর্শ'

আজ মনে হচ্ছে ভূলুণ্ঠিত।

অসত্য, অন‍্যায়, অবিচার ,ব‍্যাভিচারের

আজ এতই বাড়বাড়ন্ত 

সঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিনা

তাই নিয়ে আমি খুব শঙ্কিত ।

দেশের বতর্মান পরিস্থিতিতে

তাই আজ আমি খুব বিভ্রান্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...