কবিতা এমনটাতো
শিব শংকর ঘোষ
এমনটা তো কপালকুন্ডলাতেও দেখিনি
এখন যে নীল সাদার অন্তরালে মুখ লুকিয়ে এক কাপালিনী
সামনে দাঁড়িয়ে করাল বদনা লোলজিহ্বায় রক্ত পিপাসু এক দেবী
সামনে রাখা যূপকাষ্ঠ বলির
অহরহ যূপকাষ্ঠে বলি চলছে
বাতাসে শুধু ফিসফিস
ভয়ে কাঁপছে গাছের পাতা
দিনের আলো মূক মুখ
হায় আমাদের নীল আকাশের বুকে
বৃথাই পাখির মতো স্বপ্ন দেখা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন