শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

স্মৃতি কথা- ৩৬ ।। এই আমি চরিত্র ।। নীলাঞ্জন কুমার ।। ( গত মাসের পর) ,Nilanjan Kumar

 স্মৃতি কথা-  ৩৬



                   এই আমি চরিত্র

                    নীলাঞ্জন কুমার

                  ( গত মাসের পর) 


কৃষ্টি সংসদের তখন নতুন বাড়ি হয়নি । তখন মল্লিক চকে  মল্লিক বাড়িতে একটা ঘরে সংসদের মহলা ও সন্ধ্যেয় বসা  হত । আমি প্রায় নিয়মিত যেতাম । কিছু কিছু মহলা হত ওই বাড়ির দোতলার একটি ঘরে । আমি যখন সংসদে যোগ দিই তখন  ' জোয়া ' নাটকের
মহলা  চলছে । ' জোয়া ' নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর রাশিয়া আক্রমণ কেন্দ্র করে । জোয়া করতেন বনশ্রী মুখার্জি নামে এক অভিনেত্রী । নাটক লিখেছিলেন শ্রীজীব গোস্বামী নিজে।মাঝে শ্রীজীব গোস্বামীর বাড়ি যাওয়া শুরু হল । ওনার বইপত্র
দেখে সেগুলো পড়ার লোভ হত । কয়েকটি বই ওনার কাছ থেকে নিয়ে পড়ে ছিলাম । রাজনৈতিক বই ।সাংস্কৃতিক ও রাজনৈতিক বিকাশের ওপর তখন বেশ কিছু জ্ঞানগম্যি হচ্ছে,  ভারতীয় গণনাট্য সংঘের বিষয়ে আস্তে আস্তে জানতে পারছি । কৃষ্টি সংসদের নিয়মিত এই যাবার বিষয়ে এ কথা বলতেই হবে রাজনৈতিক সাংস্কৃতিক জ্ঞান অর্জন প্রধান বিষয় ছিল । আশির দশকে তখন বামফ্রন্টের বিরাট বাড়বাড়ন্ত । কোটি কোটি মানুষ তাদের কাছে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে । চলছে বর্গা অপারেশন ।কংগ্রেস জমানায় রাস্তা ঘাটে যে হাজার হাজার ভিখিরি দেখা যেত,  তা অসম্ভব কমে গেছলো। এরা কৃষি মজুরে পরিনত হয়েছিল । যাই হোক সেই সময় থেকে ধীরে ধীরে রাজনৈতিক চিন্তা ধারার কবিতার দিকে মন দিই । লিখতে লাগলাম শোষিত নিপীড়িতদের জন্য কবিতা । তবে যথাসাধ্য চেষ্টা করলাম  সেগুলো যেন পার্টি সাহিত্য না হয়ে ওঠে ।
কিছু কিছু কবিতা তৎকালীন গণশক্তি  ( তখন সান্ধ্য পত্রিকা ছিল  ) পত্রিকায় ছাপা হত ।
      কৃষ্টি সংসদে বেশ ভালো জড়িয়ে পড়েছি বিভিন্ন কর্মকান্ডে। বিশেষ করে নির্বাচনের সময় আমরা বেশ কিছু তরুণ মিলে নির্বাচনী পথনাটিকা করতাম । একবার ক্রান্তিক নামে একটি নির্বাচন ভিত্তিক পত্রিকা প্রকাশিত হল । তাতে আমি নির্বাচনী ছড়া লিখেছিলাম । এমন সময় এলো বিপর্যয় ।
                                                       ( চলবে) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...