এই তো জীবন
মহ:মহসিন হাবিব
সব মনে বাস করে শব্দ নগর
কোনো নগরী
জয়পুরের মত গোলাপি।
আবার কোনোটা থরের বালি!
কবিতা থাকে
পাহাড়ের লুকোনো কোণে,
হয়তো বা সুন্দরবনের গভীর অরণ্যে!
কারোর কবিতায় বেরিয়ে
আসে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু!
আবার কারোর কবিতা
পটকার মত দুম করে ফেটে
পড়ে জনসমুদ্রে।
তবুও দিন রাত লিখে চলি
পাতায় পাতায় প্রতি ইঞ্চি ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন