শব্দব্রাউজ- ১০৬৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1063, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৬৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৫.১.২৩ তারিখ সকাল এগারটা পঁচিশ ।
শব্দসূত্র: কত কথা কত কবিতা
অজানা কত কথা
যখন রক্তে
বইতে থাকে
তখন শব্দ সেঁচে তুলি ।
তার থেকে কত কবিতা
নির্বিবাদে
এসে পড়ে ।
এ আনন্দ এক ব্রহ্মান্ড
ভালোবাসা হয়ে দাঁড়ায় ।
সুন্দর কবিতা
উত্তরমুছুন