কলকাতায় নীলাঞ্জন সন্ধ্যা ।। সংস্কৃতি সন্ধ্যা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ।। ১৭মার্চ গুরুজী সাপ্তাহিক অনলাইন পত্রিকার আয়োজনে কলকাতার কলেজস্ট্রিটের কফিহাউসের ত্রিতলে সি গুহ মেমোরিয়াল গ্যালারীতে শ্রদ্ধায় কবি সম্পাদক কাব্যসমালোচক প্রাবন্ধিক সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমারের সাহিত্য জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ' নীলাঞ্জন সন্ধ্যা ' অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে কবি নীলাঞ্জন কুমার কে সম্বর্দ্ধিত করা হয় । প্রথম পর্বে স্বাগত ভাষন দেন গুরুজী অনলাইন পত্রিকার সম্পাদক কবি শিব শংকর ঘোষ, কবি নীলাঞ্জন কুমারের কাব্যসমালোচক বিষয়ক আলোচনা করেন কবি কমল তরফদার ও অজয় নাগ ।
কবি বন্দিশ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ ' একটা ভায়োলিন বাজানো দিনে ' ও দীর্ঘ একচল্লিশ বছরের মেদিনীপুর শহর থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ' কাগজের নৌকা ' র সাম্প্রতিক সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নীলাঞ্জন কুমার ও কবি বিশ্বজিৎ রায়। কবি নীলাঞ্জন কুমার তার বক্তব্যে জানান , অনেকে কবিতাকে মৃতপ্রায় শিল্প বলছেন । কিন্তু তা কখনই নয়। কবিদের সম্মিলিত হতে হবে । একনিষ্ঠ হতে হবে । তবে কবিতা শিল্প নর্দমা নয় নর্মদা হবে ।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি বৃন্দ । অংশ নেন অজয় বিশ্বাস, নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, মৃণালকান্তি সাহা, অমিত কাশ্যপ, পার্থসারথি দত্ত, জগন্ময় মজুমদার, গণেশ ভট্টাচার্য, বিশ্বজিৎ রায়, দেবাশিস শুভ্র, মিষ্টিবৃষ্টি, রীতা মিত্র, মানস মুখোপাধ্যায়,শ্রীময়ী চক্রবর্তী, সঞ্জয় ব্যানার্জী, শঙ্কর তালুকদার, কেতকী বসু, রুদ্রাণী মিশ্র, সোমনাথ মুখার্জী, বন্দিশ ঘোষ, সুব্রত সোম, শিবশংকর ঘোষ, কোহিনূর কুমার, কমল তরফদার, অজয় নাগ এবং ন নীলাঞ্জন কুমার । আবৃত্তিতে অংশ নেন বাচিক শিল্পী নিপা চক্রবর্তী । শাদ্বল পত্রিকার সম্পাদক কবি নৃপেন্দ্রনারায়ণ ভট্টাচার্য্য র কবিতা পাঠ করেন সুব্রত সোম । কবি পঙ্কজকুমার চট্টোপাধ্যায়ের লিখিত বক্তব্য পাঠ করেন কবি বন্দিশ ঘোষ । সবশেষে বক্তব্য রাখেন কবিপত্নী হাসি চক্রবর্তী । অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস শুভ্র, বন্দিশ ঘোষ ও সুব্রত সোম। অনুষ্ঠান সহযোগিতা করেন 'উন্মুখ '
' শাদ্বল ' ,' শব্দনগর ', ' উত্তাপ', 'ধা ',' শব্দ মাঝি ' সহ বিভিন্ন অনলাইন পত্রিকা।
খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, ভীষণ ভালো লাগল।
উত্তরমুছুন