রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নীল টিপ ।। এ কে সরকার শাওন ।। কবি

নীল টিপ

এ কে সরকার শাওন 




অস্তগামী গোল রক্ত-লাল সূর্যটাকে

ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা

চেপে ধরে নীল টিপ বানিয়ে;

আমার কপালে পড়িয়ে দিলে

সেদিন শেষ বিকালে!


আমি লজ্জালাল রাঙ্গাবতী হয়ে

সুখের বন্যায় ভেসে

দু'চোখ বন্ধ করে

অনুভব করলাম সর্বসুখ-স্বর্গসুখ।


সেই থেকে আমার

আমিত্ব তোমাতে বিলীণ,

আমি তোমাতে খুঁজি সবসুখ

যেদিকে তাকাই তুমি আর তুমি

সর্বত্র তোমার মুখ!

আকাশের চেয়েও বিশাল তুমি

বিশাল তোমার বুক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...