অরহ্যান ভেলি কানিকের কবিতা
ভাবানুবাদ: নীলাঞ্জন কুমার
(অরহ্যান ভেলি কানিক। জন্ম ( ১৯১৪ ) ও পড়াশোনা তুরস্কের ইস্তাম্বুল। বাবা ছিলেন তুরস্কের সিম্ফনি অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা। ভেলি,মিনিস্ট্রি অব এডুকেশনে বছর খানেক চাকরি করার পরে তা ছেড়ে দেন ও কবিতায়
নিজেকে নিয়োজিত করেন। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্যে মাত্র ৩৬ বৎসর বছরে ( ১৯৫০ ) তাঁর অকাল মৃত্যু হয়। তাঁর কবিতা সংগ্রহ প্রকাশিত হয়েছে ১৯৫১ ও ১৯৭৫ সালে। )
আহা, দিনগুলো
আহা কি সব সুন্দর দিন আমায়
শেষ করে দিয়েছিল -
এই রকম একটি দিনে আমি কাজ ছেড়েছিলাম
তারপর পড়ে গেলাম মাদকের খপ্পরে
আবার একদিন সে এলে তাকে নিয়ে
প্রেমে ডুবলাম, আর
তারপর একদিন বাড়ির জন্য
খাবার নিতে ভুলে গেলাম।
সত্যি বলতে এসব আহা আহা দিন
বারবার আমার সঙ্গে খেলা করে
আসলে কবিতা লেখার পাগলামি
আর এইসব বেয়াক্কেলে দিনগুলো
আমায় সত্যিকারের শেষ করে দিল।
স্যুইসাইড
কাউকে না জানিয়ে ঝুপ করে মরে গেলে
আর আমার মুখের কোণে রক্ত লেগে থাকলে
যারা আমায় কোনদিনও দেখেনি বা জানেনা
তারা বলবে বেচারা নিশ্চয়ই কাউকে
ভালোবেসে দাগা খেয়েছে ;
আর যারা চিনতো কিংবা জানতো তারা
বলে উঠতো , লোকটা বেঁচে গেল কষ্ট থেকে।
অবশ্য কেবল আমিই জানতাম
আসল কারণ এর কোনটাই নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন