পিসি সরকার ও ম্যাজিক রেমেডিজ
সৌমিত্র রায়
১) দুর্যোগ ও কার্নিভাল
মরছে মানুষ বানে জলে
দিদি নাচছেন কার্নিভালে
দিদির নাইকো হুঁশ,
।
উদ্ধার আর ত্রাণের কাজে,
কোথায় শাসক জনতা মাঝে?
দিদি আনন্দে বেহঁশ!
ঘাটাল ডুবলো ছ'বার বানে,
নাই সমাধান 'দেব' দর্শনে,
'মাস্টার প্ল্যান' আশা।
।
ভোট কিনবেন ছলে বলে,
দৃষ্টি ঘোরান কার্নিভালে
ঔষধ তাই খাসা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন