বুধবার, ২২ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ । শান্তনু পাত্র

আজকের কবিতা


স্বাধীনতা
*********
           শান্তনু পাত্র

নিখিলের চা দোকানে
গরম চা আর সিগারেটের ধোঁয়া
মিলেমিশে একাকার।

আর একটু পরেই
ধূপের ধোঁয়া বন্দেমাতরম গাইবে
আর তিনটি রঙ থেকে ঝরে পড়বে
রক্তজবা অথবা সাদা ফুল।

তারও একটু পরে গোধূলি সেতু
অন্ধকারের সাথে হ্যান্ডসেক করবে।

স্বাধীনতার বয়স বাড়ছে
পক্বকেশ দুর্বল শরীর
তার জন্য বাসে ট্রেনে
একটা করে সংরক্ষিত সিট রেখে দাও।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...