Wednesday, August 22, 2018

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৯৫ । অষ্টম বর্ষ । ২২-০৮-২০১৮ । শান্তনু পাত্র

আজকের কবিতা


স্বাধীনতা
*********
           শান্তনু পাত্র

নিখিলের চা দোকানে
গরম চা আর সিগারেটের ধোঁয়া
মিলেমিশে একাকার।

আর একটু পরেই
ধূপের ধোঁয়া বন্দেমাতরম গাইবে
আর তিনটি রঙ থেকে ঝরে পড়বে
রক্তজবা অথবা সাদা ফুল।

তারও একটু পরে গোধূলি সেতু
অন্ধকারের সাথে হ্যান্ডসেক করবে।

স্বাধীনতার বয়স বাড়ছে
পক্বকেশ দুর্বল শরীর
তার জন্য বাসে ট্রেনে
একটা করে সংরক্ষিত সিট রেখে দাও।No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...