বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

আজকের কবিতা । বাংলা ।। নবপর্যায়-৫৮৯ । অষ্টম বর্ষ । সংখ্যা-২ । ১৬-০৮-২০১৮ । আমলকি লক এন কি / দেবযানী বসু

আজকের কবিতা
আমলকি লক এন কি 
দেবযানী বসু 

বৃষ্টিজ্বর। অনুকাব্য বাজে একতারায়।কিচাই কিপাই কিনা হাওয়া। নখে একফালি বারান্দার আনন্দ। আ পূর্বক গীতি। ক্রিয়াপদ সাজিয়েছি। জন্মায় অন‍্যকিছু হওয়া। কাঁচের নলে রাসায়নিক প্রেম। 
দাঁতে নখ খোঁটা। বাঁকা উলকাঁটায় বোনা শীতের অপরাধ। উলকাঁটায় লাগা আক্ষেপ ঝাড়ফুঁক করি। ব্রোকোলির বাজার রাউন্ড। ঢালাও সিএনজিঘটিত চুম্বন। চুমুর অজ্ঞাতবাস। আমলকিদের মাঠলেগ‍্যাসি। 
বুকখোলা মাঠ। লেন্স ফাটানো বরফ। দু খোলা খইফোটা শান্তি। নানচাকঘোরানো শান্তি। ১২৩৪৫৬৭৮ সূর্যপ্রণাম ৮৭৬৫৪৩২১। স্বাহা স্বাহা। আইঅ‍্যামাডিস্কোডান্সার। 
অকাতর প্রেম। ম‍্যামথকবিতা। পদধ্বনি অরণ্য ফেরায়। তন্দুরি রোদ্দুর। রোদবোধ গুলোচ্ছি না একটুও। সহজ স্পর্শ । জ্বর ও ঘাম মাপি ঘর্মমিটারে। সব অভিমান মনজংশনে। পালক বিনিময়ে বাঁচি।
আমাদের মিছিলে ডিম ডিম মুখ। স্তুতিভরা ডিমের মাছ। সর্ষেরাগান্বিত যৌনতা। এপিঠ ওপিঠ বৈদ‍্যুতিক কম্বলে সেঁকি। হমদম। হৃদয়ম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...