শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

বাংলা, নবপর্যায়-৫৯৮, অষ্টম বর্ষ, সংখ্যা-১১, পোস্ট-১, ২৫-০৮-২০১৮, রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আ

রাহুল গঙ্গোপাধ্যায় । ধারাবাহিক কবিতা । প্রকাশিত হবে ২৬ আগস্ট পর্যন্ত 


মাটিরঙের এস্কিমো
----------------------------------------------------------
হাতুড়ে বাতাস ছুটছে।মুখোমুখি জারণ
 ই-দা-নি-ং ]] অনুঘটক [[ দে-ও-য়া-ল
বাষ্পকণারা পোড়ে || বাষ্পখিদে বাড়ায়
চামড়ায় ~ নুলিয়া বুদবুদ < বিলীয়মান >






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...