Thursday, August 16, 2018

ইচ্ছেবাড়িতে আড্ডা ৷ বাংলা ৷ আই-সোসাইটি ৫৮৯ ৷ ১৬-০৮-২০১৮

ইচ্ছেবাড়িতে আড্ডা
সুলেখা সরকার


শিলিগুড়ি ; ১৫-০৮-২০১৮ ; আই-সোসাইটি ৷৷ আজ ইচ্ছেবাড়িতে হাওয়াকল পাবলিশার্স ও শাম্ভবী- র উদ্যোগে অনুষ্ঠিত হল নব্বই দশকের কবিতা। সময়ের বর্ণময়তায় কবিতার ভাব ও রূপের পরিবর্তন। অংশগ্রহণে ছিলেন একই সময়ে লিখতে আসা দু-জন। কবি সুবীর সরকার এবং কবি রিমি দে। ছোট্ট কথায় নব্বই দশকের গভীরতা মেপেছেন শ্রদ্ধেয় সমর চক্রবর্তী এবং বিনায়ক বন্দোপাধ্যায়। শিলিগুড়ি ও তার আশপাশ থেকে একাধিক কবিরা স্টপেজ দিয়েছেন ইচ্ছেবাড়িতে কবিতার স্বাদ নিতে।


No comments:

Post a Comment

মেদিনীপুরে পঞ্চুরচকে প্রকাশিত হল "রঘুবংশ" পত্রিকার বইমেলা সংখ্যা ৷ সম্পাদক-শ্রীকান্ত ভট্টাচার্য ৷ আনুষ্ঠানিক প্রকাশ করলেন বি...