মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮

অভাবী পেটের কথা তপন মণ্ডল অলফণি

অভাবী পেটের কথা

তপন মণ্ডল অলফণি

খিদেগুলো বড্ড বেশি করে বাসা বাঁধছে আমার অভাবী পেটে /
বাঁহাতি যোগ্যতায় লাল ফিতের বাঁধনে হলুদ সার্টিফিকেটের রঙ /

#
এরপর যে ছেলেটি মনের সঙ্গে লড়াই করতে করতে হেরে গেল /
তার আত্মহননের কথা ছাপা হলো কাগজের প্রথম পাতায় /

#
গড়ে দেওয়া স্বপ্নের কথা কোথাও বলা হলো না /
বলা হলো না সার্টিফিকেটগুলো আসলে কি কাজে লাগবে /

#
শুধু বলা হলো খিদেগুলো তো অভাবী পেটে
              বেশি করে করে বাসা বাঁধবেই

সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

সংকল্প কবিতা ৷৷ চেয়েছি যতটা পারি

সংকল্প কবিতা ৷৷ চেয়েছি যতটা পারি

সৌমিত্র রায়

ভোরের ভেতর যেযার প্রত্যেকেরই আলাদা আলাদা ভোর জাগে
আজকাল কেউ কেউ তাকে জোর করে ঘুম পাড়িয়ে রাখে

৫-১১-২০১৮ ৷ সকাল ৬টা২৬~ এই যে সময় , ভোরের সাথে আমার ভোরকে মিশিয়ে দিতে চেয়েছি যতটা পারি ৷ এতে কি পৃথিবীতে কোনো শুভ সূচনা হল ?

আমার ভেতর আমাকে জাগিয়ে আমি কবিতায় বাঁচি
আজ~ অফিস যাবো, দুটি অফিসে ডিউটি আমার, সেরে নেবো
পথে ট্রেনের গতিতে আমার বিশ্রামরত চিন্তনপ্রক্রিয়া রিদম খুঁজে নেবে নিশ্চিত
এও এক সংকল্প , থাকবো আনন্দে, আনন্দে লিখবো...

ফিরে এসে প্রুফ দেখবো

বেশি কিছু সংকল্প নেই আজ, ভোরের ভেতরকার ভোর, বড় উদার,সে দিল~
সংকল্প সার্থক করার আলো, দেহমনে মেখে নিচ্ছি এই....
৷৷ আনন্দ ৷৷


লাশের উপর জাতি গঠন হয় না। ।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

।। শৈলেন দাস।।

লাশের উপর জাতি গঠন হয় না।

নিজেদের অস্তিত্ব সুরক্ষিত করতে
অন্যকে মেরে ফেলার ভাবনা
মানবিকতার পরিপন্থী
সভ্য জাতি তা প্রত্যাখ্যান করবেই
বুলেটের শাসনে কারও মঙ্গল হয়না।

বিভেদের বীজ বিকশিত
লোহিতে মিশছে  রক্তের স্রোত
জঙ্গল থেকে বেরিয়ে আসছে হায়না
খিলঞ্জীয়া ভাবনায় উদ্বেল
অ-সম ভূমিতে আজ আর কেউ
'মানুষ মানুষের জন্য' এই কথা কয়না!

রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

সন্ন্যাস/বিশ্বজিৎ

সন্ন্যাস/বিশ্বজিৎ
 -------------
১)
  স্বপ্ন দেখতে
  এখন ভয় পাই।
  খানা-খন্দ,নর্দমায়
  ভরে গেছে প্রতিধ্বনি

২)
  অর্থহীন,অর্থহীনতায়
  সব গবেষণা জল…

৩)
  পোকার শরীরে
  ক্যালপল কাজ করে না

৪)
  ভালোবাসতে,বাসতে
  সন্ন্যাসী হয়ে গেলাম।


#বিশ্বজিৎ/শ্যামনগর/৯৬৭৪৪০৯১৬৪#


শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

রঙিন/সংস্কৃতি ব্যানার্জী

রঙিন/সংস্কৃতি ব্যানার্জী
-------------------------

কত আয়োজনে মোমবাতি পুড়ছে
আলোর ভেতর আলোয় ,গুড়ো অন্ধকার
লোপাট হতে হতে…জড়ো হচ্ছে ফেনা।
মুঠোতে শুধুই সতর্কবাণী!
হোঁচট সামলে তানপুরায়

ঝড় উঠছে.…



Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...