সোমবার, ১১ মে, ২০২০

কবিতা || রস-- ২ || জয়ন্ত চট্টোপাধ্যায়

রস-- ২    
জয়ন্ত চট্টোপাধ্যায়

নীরস অভিধার গর্ভে অমিততরল অগ্নিশিল উত্তাপ।
ক্ষরণচিহ্ন মাখা আশ্চর্যপ্রেম নিক্কন লাগা ফুল।
সরোম কৌতুক।কৌতূহলী আপতন কোণ ও
প্রতিসৃত রশ্মি। উৎসবভাবে ঊর্ধ্বাঙ্গসম্মিলনসুখ।
ফেভিকুইকজোড়।দৃশ্যসুখ।বস্তুত আবর্জনাপথ
ঝিলমিল পর্দাকুহক।লেপ্রসিক্ষয়ের বিদ্রোহ।
দুর্দমহাসির বসন্তঝড়।বিমহান প্রভেদক।বাক্যদান
যদি আমি তবু আমি।এখানে পা রেখো অনাদর।
প্লাটফর্ম ছাড়িয়ে যাচ্ছে আলো।কনভেক্স গল্প শেষ।
এখন এরিয়া পার লগি ও লাগাম।অমার্জিত কোরাস।
উন্মত্ত আবহ অবসৃত ঘূর্ণিজল শান্তির বাধ্যতা।
মধুগান।রসকলি বেয়ে সেই আলো।প্রেম নামে
ফুলের সুবাস।বৃন্দাবন বিচিত্রবিলাস।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...