শনিবার, ৯ মে, ২০২০

পাগল সে এক মন্ত্র পড়ছে || নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায় || কবিতা

পাগল সে এক মন্ত্র পড়ছে 

নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়


ক্রমশ অন্ধকার ঢুকে পড়ছে বাড়ির ভেতরে
বাড়িগুলো এক একটা দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়ে,
ঢুকে পড়ে অন্ধকার আমাদের সম্পর্কের ভেতরে
আমরা আজ কেউ কারোর নই ।

রাস্তাঘাট , পাড়া, প্রিয় গলির মোড়
               সব শুনশান ফাঁকা ।

যে গাছেরা গায়ে গায়ে জড়িয়ে গল্প করছিল
তারা আজ মৃতবৎ স্থির ।

প্রতিদিন শূন্য রাতের পর
               এক অনিশ্চিত ভোর ।

ঠিক এই অনিশ্চিতের বেড়া ডিঙিয়ে
কোন গহন থেকে উঠে আসা
              উলোঝুলো এক পাগল
হাঁটু গেড়ে সন্ঞ্জীবনী মন্ত্র পড়তে লাগলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...