শুক্রবার, ৮ মে, ২০২০

প্রভাত চৌধুরী || সৌমিত্র রায়-এর জন্য গদ্য || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায়-এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৬.
গতকাল বলেছিলাম দৃশ্যের ভেতর দৃশ্য দেখার বিষয়ে কিছু কথাবলা দিয়ে শুরু করব আজকের ট্রেকিং।
প্রথমেই রাত্রের টেন্ট বা তাঁবু খুলে ফেলতে হবে। আজকের তাঁবু কোথায় লাগানো হবে তা আগাম বলে দিচ্ছি না। তবে সেখানে যে নতুন দিগন্তরেখা আছে এটা বলার অপেক্ষা রাখে না।
প্রথমেই দৃশ্য শব্দটিকে দেখতে চাইছি।
আকাদেমি বিদ্যার্থী বাংলা অভিধান দেখিয়ে দিল :
দৃশ্য  = ১.দেখার যোগ্য , দর্শনীয়।
            ২. দেখা যাচ্ছে এমন ,দৃশ্যমান বস্তু ।
             ৩. বহিঃপ্রকৃতি , প্রাকৃতিক দৃশ্য।
            ৪. নাটকের গর্ভাঙ্ক
অভিধান আরো জানিয়ে দিল দৃশ্য -র বিপরীত শব্দ অদৃশ্য।
এখন এই চারটি সুনির্দিষ্ট অর্থের মধ্যে দৃশ্যের ভেতরে যে এক বা একাধিক দৃশ্য আছে , যা আমি দ্যাখাতে চাইছি , তার কোনো দিক নির্দেশ দেখতে পাচ্ছি না। সত্যই কি পাচ্ছি না !
আমি যদি ২ নম্বর অর্থটিকে গ্রহণ করে দু-পা এগিয়ে যাবার চেষ্টা করি , তাহলে কি একটি সম্ভাবনা তৈরি হচ্ছে না ? 
দেখা যাচ্ছে এমন বা দৃশ্যমান বস্তুটিকে যদি একাগ্র চিত্তে দেখতে থাকি , তাহলে কি প্রকাশ্য দৃশ্যটি থেকে অপ্রকটিত কিছু উঠে আসার সম্ভাবনা কি একেবারেই নেই। তাহলে তিনি যে লিখেদিলেন : রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
অতএব দৃশ্যের ভেতর থেকে ভিন্ন একটি দৃশ্য দেখা সম্ভব। দেখা সম্ভব হলেই দেখানোও সম্ভব। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখতে চাই , যিনি দৃশ্যের ভেতর থেকে ভিন্ন একটি দৃশ্য দেখতে এবং দেখাতে সক্ষম হবেন , তাঁকে অবশ্যই কবি হতে হবে।।     
আমি সাম্প্রতিক কবিতা থেকে কিছু কবিতার অংশ তুলে ধরছি ।কবিদের নাম দিচ্ছি না ইচ্ছাকৃতভাবে।
১.   জলের ওপর ভেসে থাকে ভজনসংগীত।তারপর একসময় ডুবে যায়।
২ .  আহ্লাদ শব্দটার সাথে ভালোবাসা শব্দটা মাখামাখি হয়ে একটা সাদা পৃষ্ঠার জন্ম হল,
৩.  ঘটনা-সীমান্ত থেকে বেরিয়ে এসেছে এক অলীক মাঝবয়সি রোদ্দুর।
৪. নানা রকমের জামাগুলি ঘরময় জ্বলে ওঠে
৫.  পুবে সূর্য উঠলেও পশ্চিম থেকেই অন্ধকারের শুরু;

এই পাঁচটি কবিতার অংশ , পাঁচজন কবির।
এই লেখাগুলিই ' রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে '- র পরবর্তী ধাপ।যাকে আমি আপডেট নামে চিহ্নিত করি।
এখন মাননীয় পাঠক বিশ্লেষণ করে দেখুন ---
দৃশ্যের ভেতর অন্য দৃশ্য দেখতে পেলেন কিনা ! না পেলে আমি পরবর্তীট এপিসোডে তা

1 টি মন্তব্য:

  1. ভাবনার গভীরতা চিন্তা সূত্রকে সজাগ করল। শ্রদ্ধা জানাই।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...