অণুগল্প ||কাগজের নৌকো
ফটিক চৌধুরী
সাধনবাবুর বয়স নব্বই এর কোঠায়। সারাদিন একটি ঘরে কাটানো। মাঝে মাঝে জানালার সামনে গিয়ে মানুষ জনের আসা যাওয়া দেখে সময় কাটে।আজ অঝোর ধারায় শ্রাবণ। জলমগ্ন চারিদিক।যত আবর্জনা প্লাস্টিক ভেসে যাচ্ছে জলের তোড়ে। এরইমধ্যে তিনি দেখলেন একটা কাগজের নৌকো ভেসে যাচ্ছে। শৈশব উঁকি দিল।
আবার বর্তমানে ফিরে এলেন সাধনবাবু। এই বার্ধক্য আর ভাল লাগে না। হঠাৎ দেখলো কাগজের নৌকোটা জলের তোড়ে ভেসে চলেছে, যে কোন সময় ডুবে যেতে পারে।
ফটিক চৌধুরী
সাধনবাবুর বয়স নব্বই এর কোঠায়। সারাদিন একটি ঘরে কাটানো। মাঝে মাঝে জানালার সামনে গিয়ে মানুষ জনের আসা যাওয়া দেখে সময় কাটে।আজ অঝোর ধারায় শ্রাবণ। জলমগ্ন চারিদিক।যত আবর্জনা প্লাস্টিক ভেসে যাচ্ছে জলের তোড়ে। এরইমধ্যে তিনি দেখলেন একটা কাগজের নৌকো ভেসে যাচ্ছে। শৈশব উঁকি দিল।
আবার বর্তমানে ফিরে এলেন সাধনবাবু। এই বার্ধক্য আর ভাল লাগে না। হঠাৎ দেখলো কাগজের নৌকোটা জলের তোড়ে ভেসে চলেছে, যে কোন সময় ডুবে যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন