মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || প্রতিদিন

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার


বর্ণিল বর্শাফলক । স্বপন শর্মা ।পাঠক ।আশি টাকা ।

কবি স্বপন শর্মার কবিতাজীবন শুরু নয়ের দশকের গোড়ায়।এক অনন্ত জিজ্ঞাসা নিয়ে তাঁর কবিতা আমাদের সামনে দাঁড়ায়,  যাকে পেয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে । সে প্রশ্নের জন্য ভালো লাগে তাঁর এসব পংক্তি:  ' নিজেকে না চিনে যদি এভাবেই বিজ্ঞাপিত করে/  যখন যেভাবে খুশি জবাই হয়, / সচেতন পাব্লিক কীকরে বাঁচবে? '(' বিজ্ঞাপিত মোরগ কাহিনি ') -র সামনে দাঁড়ালে ।
        কবির সাম্প্রতিক কাব্যগ্রন্থ 'বর্ণিল বর্শাফলক '-এর ভেতরে ছড়িয়ে আছে এরকম হাজারো ছুঁড়ে দেওয়া প্রশ্ন , যেমন: 'যে অকেজো সোনার ডিম কিংবা তেলের ভাষা বোঝে না/  চেয়ার টেবিলের ঠান্ডা দেশে এভাবেই বলাৎকার?  ( " উদাস চেয়ার ও সোনার ডিম) ।
             কবির দেখার চোখ, প্রশ্ন, উত্তর খোঁজার আগ্রহ , সেই সঙ্গে শব্দচয়ন ও কথা বলার দিক তাঁর প্রতি আকর্ষিত করে । তাঁর বিদ্রুপ ভরা কবিতার  মাঝখানে বলতে হয় 'ব্রেভো '। যেমন: 'বসেন শ্রদ্ধেয় থাবা রিক্ত রকে রকে/ উৎসাহ ভাতা পান পরোক্ষ মোড়কে । '( ' উন্মুখ থাবাদের প্রতি ' ) কিংবা,  ' আমার রক্ষক আজ গোপন ভক্ষক । তাই গৌণ গনকন্ঠ,  যাকে ক্ষণস্থায়ী দাপট পিষে মারে । ' ( '  ভয়ার্ত পুকুরের আত্মকথা ')।
        দেবাশিস সাহার প্রচ্ছদে নতুনত্ব নেই । আশা করি ভবিষ্যতে নতুন ভাবনা আশা করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...