সোমবার, ৮ জুন, ২০২০

রাধার মতো || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতা

রাধার মতো 
জয়ন্ত চট্টোপাধ্যায়


কৃষ্ণচূড়ার গুচ্ছ হাতে কেউ দাঁড়িয়ে থাকলেই
 তাকে রাধা ভাববেন না। অথবা চোখের ছবি
চেনা মনে হলেই আপনি ভাষাবিদ হয়ে গেছেন
এমন নৈশ্চিত্য মরীচিকা বা চোরাবালিও হতে পারে।

কৃষ্ণচূড়ার ফুল রক্তের মতো আর আমরা জানি
রক্তের পিছনে ব্যথাবেদনা থাকবেই।
আপনি হয়তো বলবেন,রক্ত থেকেই ভালোবাসা
আর জীবনসৃজন। তাই রক্ত ছাড়া......

তবে কৃষ্ণচূড়ার গুচ্ছ হাতে নিয়ে কেউ যমুনায়
যায় এমন কথা কোনো পদকর্তা কি লিখেছেন?
এইকথা শুনে আপনি থামবেন ভাববেন হতাশ হবেন
এবিষয়ে সন্দেহ নেই। তবু হাল্কাপায়ে দুএকটি
প্রজাপতি কোনো লালফুলের কানে গুনগুন করলে
তাকে আপনি রাধা বা রাধার ক্লোন ভাবতে পারেন
কেউ আপনাকে দোষ দেবে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...