বুধবার, ১৭ জুন, ২০২০

জলপাই রঙের গান || রিতা মিত্র || কবিতা

জলপাই রঙের গান
        রিতা মিত্র











জলপাই রঙের গান শুনতে শুনতে পথ হাঁটছি
ধূসর মাঠটা কেমন ফ্যাল- ফ্যাল তাকিয়ে আছে আমার দিকে।
বেশ কয়েকটা উড়ন্ত চুমু ছুঁড়ে দিই তার দিকে,
ওমনি সে লাজে রাঙামাটি হয়ে ওঠে।
ওর জন্য একা একটা আকাশ হয়ে উঠতে পারি,
সে কবে পড়েছি, আকাশের বিস্তারের কোনো পরিসীমা নেই,
তবে থেকে আমার শিরা-উপশিরায়
এই ইচ্ছে দৌড়ে বেড়াচ্ছে।
পাড়া-পড়োশিরা মনে করেন এটা অসুখের লক্ষণ,
ছোটবেলায় মাথায় লাগা চোট এখন বিকারের রুপ নিয়েছে।
তাই সকলে আমায় বৃষ্টিতে ভিজতে বারণ করেছে।
,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...