বুধবার, ১৭ জুন, ২০২০

বৃষ্টির কবিতা || কাশীনাথ সাহা || কবিতা

বৃষ্টির কবিতা
কাশীনাথ সাহা











কালো মেঘে ঝিরিঝিরিয়ে
বৃষ্টি এলো হেঁটে
স্পর্শ দিল খোলা চুলে
অবিন্যস্ত ঠোঁটে।
খিলখিলিয়ে বৃষ্টি বলে
একলা কেন বসে
দেখছ নাকি বাইরে বাতাস
বইছে সবুজ ঘাসে।
সবুজ শিশু মাটি থেকে
দিচ্ছে মেলে ডানা
নদীর স্রোত খুঁজে নিচ্ছে
নিজস্ব ঠিকানা।
নতুন প্রাণ ডাকছে আয়
এসো আমার পাশে
ভালবাসায় ভরিয়ে দেব
ভরা শ্রাবণ মাসে।
এই না বলে বৃষ্টি আমার
ইচ্ছে ধরে টানে
আমিও তখন জল ছুঁয়েছি
দুরন্ত প্লাবনে।
বৃষ্টি আমি আমরা দু' ভাই
দুই জনেতে মিলে
বৃষ্টি মাতন ছড়িয়ে দিলাম
মাটির বেদিমূলে।
বৃষ্টি বলল আজকে আসি
আসবো আবার কাল
আমিও জানি আসতে হবেই
এখন বর্ষাকাল।
খিলখিলয়ে বৃষ্টি বলে
সবই বোঝ নাকি
ভালবাসার গন্ধ পেলেই
সেখানে আমি থাকি!
কাল সকালে আবার যদি
ডাকটি তোমার পাই
কবিতায় ভাসিয়ে দেব
এখন আমি যাই।
এই না বলে বৃষ্টি কণা
পেখন দুটি মেলে
দূর আকাশে নিরুদ্দেশ
কাল আসবে বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...