মঙ্গলবার, ২ জুন, ২০২০

একগুচ্ছ এক পঙক্তির কবিতা || সুধাংশুরঞ্জন সাহা

একগুচ্ছ এক পঙক্তির  কবিতা
সুধাংশুরঞ্জন সাহা



(এক)
প্রকৃত কবি সে-ই, যার বুকে অবাক রসায়নগার থাকে।

(দুই)
আমি নিজেকে খুঁজি না, আবিষ্কার করতে চাই নিজেকে ।

(তিন)
অন্ধকারে যে ভয় পায়, আলোর প্রস্তাবনা তাকে মানায় না ।

(চার)
রোদ ফুরিয়ে গেলে, মনখারাপের মেঘ ঘেরে আমাকে ।

(পাঁচ)
পারস্পরিক টান না থাকলে কোন সম্পর্কই বাঁচে না।

(ছয়)
যে নদী মুগ্ধ করেছে, তাকেই বিষিয়েছি অবহেলায় !

(সাত)
যে অরণ্য শুশ্রূষা দিয়েছে, তাকেই নির্বিচারে  করেছি ধ্বংস !

(আট)
আমাকে ঘিরে থাকে কবিতার অবুঝ শব্দমালা।

(নয়)
পুকুরে ঝাঁপ দিলে এখনও গ্রামবাংলা হাত ধরে আমার।

(দশ)
ছিন্নমূল মানুষের কোন দেশ নেই, বিশ্ব নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...