কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
আঁকা থাক বৃক্ষলতা শাখা প্রশাখা । নিমাইচন্দ্র নস্কর । কবিতা সীমান্ত ।চল্লিশ টাকা ।
সবিনয় নিবেদন
' সবাই বলে আমি নাকি কবি/ আবোল তাবোল কি যে লিখি / অলক্ষ্যে বসে কি লিখছি আমি/ পাতা খুলে খুলে দেখি ' এই কঠিন সত্যের জন্য লেখক নিমাইচন্দ্র নস্করকে ধন্যবাদ । তাঁর 'কবিতা ' বই ' আঁকা থাক বৃক্ষলতা শাখা প্রশাখা ' বইটি খুলে প্রকাশকের নাম ' কবিতা সীমান্ত ' ও প্রাপ্তিস্থানের ঠিকানা ' মনীষা গ্রন্থালয় প্রাঃ লিঃ'দেখে যে উৎসাহে পড়া শুরু করেছিলাম তার ওপর এক ঘড়া জল ঢেলে দিল বইটি ।
' সবাই বলে আমি নাকি কবি ' বলতে সবাই কারা? এ সবাইরা কি কবিকে পিঠ চাপড়ানোর জন্য বলেন, মনে মনে হাসেন? এ সবাই কি আদৌ কবিতা বোঝেন? তাদের ছন্দ জ্ঞান আছে? আছে শব্দচয়ন দ্যোতনা ব্যন্জ্ঞনা বোঝার ক্ষমতা ?
পয়সা ছুঁড়লে বই প্রকাশ করার তামাশা দেখা যায় । তাই বাজারে অনেক বই । প্রকৃত ক'টি! যা তৃষ্ণা
মেটাবে । প্রচ্ছদ শিল্পী দিব্যেন্দু বসুও প্রচ্ছদ চিন্তায় খেই হারিয়েছেন এই বই এর পাল্লায় পড়ে ।লেখার জন্য যে সাধনা প্রয়োজন তা যে কোনো প্রকৃত লেখক বোঝেন। না হলে সমালোচিত হতেই হয় । কারণ বই মানে নবঢিন্তার উন্মেষ । সেখানে এইসব বই তার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে । দুঃখ এখানেই ।
আঁকা থাক বৃক্ষলতা শাখা প্রশাখা । নিমাইচন্দ্র নস্কর । কবিতা সীমান্ত ।চল্লিশ টাকা ।
সবিনয় নিবেদন
' সবাই বলে আমি নাকি কবি/ আবোল তাবোল কি যে লিখি / অলক্ষ্যে বসে কি লিখছি আমি/ পাতা খুলে খুলে দেখি ' এই কঠিন সত্যের জন্য লেখক নিমাইচন্দ্র নস্করকে ধন্যবাদ । তাঁর 'কবিতা ' বই ' আঁকা থাক বৃক্ষলতা শাখা প্রশাখা ' বইটি খুলে প্রকাশকের নাম ' কবিতা সীমান্ত ' ও প্রাপ্তিস্থানের ঠিকানা ' মনীষা গ্রন্থালয় প্রাঃ লিঃ'দেখে যে উৎসাহে পড়া শুরু করেছিলাম তার ওপর এক ঘড়া জল ঢেলে দিল বইটি ।
' সবাই বলে আমি নাকি কবি ' বলতে সবাই কারা? এ সবাইরা কি কবিকে পিঠ চাপড়ানোর জন্য বলেন, মনে মনে হাসেন? এ সবাই কি আদৌ কবিতা বোঝেন? তাদের ছন্দ জ্ঞান আছে? আছে শব্দচয়ন দ্যোতনা ব্যন্জ্ঞনা বোঝার ক্ষমতা ?
পয়সা ছুঁড়লে বই প্রকাশ করার তামাশা দেখা যায় । তাই বাজারে অনেক বই । প্রকৃত ক'টি! যা তৃষ্ণা
মেটাবে । প্রচ্ছদ শিল্পী দিব্যেন্দু বসুও প্রচ্ছদ চিন্তায় খেই হারিয়েছেন এই বই এর পাল্লায় পড়ে ।লেখার জন্য যে সাধনা প্রয়োজন তা যে কোনো প্রকৃত লেখক বোঝেন। না হলে সমালোচিত হতেই হয় । কারণ বই মানে নবঢিন্তার উন্মেষ । সেখানে এইসব বই তার বিপরীতে টেনে নিয়ে যাচ্ছে । দুঃখ এখানেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন