Wednesday, June 17, 2020

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। নতুনদের কবিতা

নতুন জীবন ।। দীপক মজুমদার ।। কবিতা


যাই-

সমস্ত দুঃখগুলো মাটির তলায় পুঁতে আসি

কাল শ্মশানে যাব না নতুন করে দুঃখ পেতে

কাল সোজা রেস্টুরেন্টে যাব
গলা ভিজিয়ে মদ খাবদাব

আর পরশু শুরু করে দেব  নতুন জীবন

               
                

No comments:

Post a Comment

পূরবী~ ১৫ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৫ অভিজিৎ চৌধুরী শূন্য হাতে ফিরি হে নাথ, পথে পথে। আপন মনে অনেকদিন পর গাইছিল তীর্থ।হচ্ছে না,লীনা বলল। যদুভট্ট বালকদের কানাড়া...