শনিবার, ৬ জুন, ২০২০

যৌবনের উল্টোপিঠে || শ্রাবণী গুপ্ত || কবিতা

যৌবনের উল্টোপিঠে
শ্রাবণী গুপ্ত



আমার যৌবনের উল্টোপিঠে
নিদারুণ এক শঙ্খ বাজে
করুণ এক শঙ্খ
যেন এইমাত্র প্রদীপের জ্বলে ওঠা
হয়তো বা নিভে যাওয়ার আগের মুহূর্ত
আমি প্রাচীন শঙ্খিল সাপের মতন
কোমর দুলিয়ে এগিয়ে যাচ্ছি
যেখানে সন্ধ্যা পড়ে ঘরে
কৌমার্য লুটিয়ে পড়ে এমনই তার ডাক
আমি উদ্দাম হেঁটে চলেছি
মাটি থেকে উপরে উঠব বলে
অথচ কোনদিন প্রেমিক দেখিনি
যার শরীরে কেবলই মায়াদাগ
জন্মদাগ হাতে করে বুকের উপর হাঁটি
এই সরীসৃপ জন্মে গর্ভবতী হবো বলে ...


1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...