Saturday, June 6, 2020

যৌবনের উল্টোপিঠে || শ্রাবণী গুপ্ত || কবিতা

যৌবনের উল্টোপিঠে
শ্রাবণী গুপ্তআমার যৌবনের উল্টোপিঠে
নিদারুণ এক শঙ্খ বাজে
করুণ এক শঙ্খ
যেন এইমাত্র প্রদীপের জ্বলে ওঠা
হয়তো বা নিভে যাওয়ার আগের মুহূর্ত
আমি প্রাচীন শঙ্খিল সাপের মতন
কোমর দুলিয়ে এগিয়ে যাচ্ছি
যেখানে সন্ধ্যা পড়ে ঘরে
কৌমার্য লুটিয়ে পড়ে এমনই তার ডাক
আমি উদ্দাম হেঁটে চলেছি
মাটি থেকে উপরে উঠব বলে
অথচ কোনদিন প্রেমিক দেখিনি
যার শরীরে কেবলই মায়াদাগ
জন্মদাগ হাতে করে বুকের উপর হাঁটি
এই সরীসৃপ জন্মে গর্ভবতী হবো বলে ...


1 comment:

পূরবী~ ১৫ || অভিজিৎ চৌধুরী || ধারাবাহিক উপন্যাস

পূরবী~ ১৫ অভিজিৎ চৌধুরী শূন্য হাতে ফিরি হে নাথ, পথে পথে। আপন মনে অনেকদিন পর গাইছিল তীর্থ।হচ্ছে না,লীনা বলল। যদুভট্ট বালকদের কানাড়া...