Friday, June 19, 2020

দুপুর || সুবীর সরকার || কবিতা

দুপুর
সুবীর সরকার

রৌদ্রে কিছু দুপুর লেগে থাকে।
শ্যাওলা রঙের টিপ আর প্লাসটিকের
                                   চিরুনির পাশে
তাতঘর।
জঙ্গলের মায়ায় খুব দূরের এক পৃথিবী
জঙ্গলে আগুন জ্বলে ওঠে
আমাদের দ্বিখণ্ডিত ঘুম আর
নটার সাইরেন মনে করিয়ে দেয়
আদতে আমাদের কোন নিরাপত্তা নেই

No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...