বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

বৃষ্টি ও মেঘমালা । দ্বিজেন আচার্য । শ্রীকালী প্রকাশনী । পন্ঞ্চাশ টাকা ।

কাব্য পিপাসু মনের সামনে কোন কাব্যগ্রন্থ এসে দাঁড়ালে  তাকে জড়িয়ে ধরার জন্য, মনের ব্যগ্রতা নিয়ে এগিয়ে চলি,তখন হতোদ্যম হলে দুঃখ হয় । সেরকম  অবস্থা ঘটেছে কবি দ্বিজেন আচার্য- র কাব্যগ্রন্থের সামনে এসে । একথা বলা যায়,  এ কবি কবিতার প্রতি শ্রদ্ধাশীল । কবি খোঁজেন, ভাবেন, ভেতরে ভেতরে নিজেকে পুড়োতে চান । কিন্তু কবিতাগুলি হয়ে ওঠে নুনহীন । তাই  : ' বাতিঘরে লাল আলো । দূরে আরো দূরে ওই- / নিঃসঙ্গ নাবিক/  একা, এক শঙ্খচিল উড়ছে আকাশে '
('জাগরী ')-র মধ্যে চিত্র পাই ,বাকি নৈব নৈব চ ।
          এই কবির সব কবিতা  প্রায় একই ছাঁচে গড়া । তাই মন ভরে না । এ কবির আরো বেশি পরিশ্রম প্রয়োজন , নাহলে তাঁকে ব্যর্থ কবিতা বয়ে বেড়াতে হবে : ' শিমুল তুলোর মতো ভাসমান অসম বিবাহ/  ছেঁড়া মালা/ বাসি ফুল/ উড়ছে হাওয়ার মতো '
- ধারার কবিতা আজীবন লিখে যেতে হবে তাঁকে ।
        কবি চেষ্টা করেছেন তাঁর নিজস্ব উচ্চারণ সৃষ্টি করার ক্ষেত্রে । কিন্তু বলা যায় তিনি স্রেফ শুরু করেছেন । এখনো অনেক প্রহর বাকি।হার্ডল চিনতে হবে, ভাবতে হবে ও কবিতার প্রিয় চিন্তার কাছে সঁপে দিতে হবে । তবে জয় । বিপ্লব মন্ডলের প্রচ্ছদ পুরোনো ধাঁচের । রঙের দিকে জোর দিয়েছেন, কবিতার বিষয়ের দিকে নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...