মঙ্গলবার, ২ জুন, ২০২০

বুমেরাং || মৃৃৃৃত্যুঞ্জয় জানা || কবিতা

বুমেরাং
মৃৃৃৃত্যুঞ্জয় জানা




"বুমেরাং"

গরু ঘাস খায়,.....?
চিন্তনে
বির্বতন সময়ের দোরগড়ায়
কড়া নাড়ছে৷



খাঁচার ছিপকিনি
ঘুড়িটি উড়ছে,মেঘও উড়ছে,পাখিও উড়ছে
শুধু ঘুড়িটি হারিয়ে যাচ্ছে,
অচিনপুরে
লাটাই গুটিয়ে নিয়েছে হাত
পৃথিবীর পেঁচানো জিলিপি৷



দ্রুতযানের নিশ্বাস প্রশ্বাস গিয়েছিল
অরণ্যে কান্না
বুমেরাং
ফিরে এসে চুমুদিচ্ছে
হুশ নামক হাসপাতালে৷


সিঁদুরে মেঘ
ঘর পোড়া গরু মূহূর্তে গোয়ালঘরে
রাখাল ছাতা ফুটিয়েছে
খোলা আকাশে
আইশোলেশনের বিছানায় বিছানায়৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...