সোমবার, ২৯ জুন, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২১ || সোমনাথ বেনিয়া || কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ২১
সোমনাথ বেনিয়া


জানি না, দূর বলতে যতটা দেখি, সেটাই জীবন কিনা
ওপাড় বলতে বুঝি কেউ বঁড়শি ঝুলিয়ে রেখেছে, টোপ
কোন ইন্দ্রিয়কে ধামাচাপা দেবো, নিজের কি, সেটাও প্রশ্ন
এই তো সন্ধ‍্যা মানে অনেকেই নিজেকে অপরাধী ভাবে
মনে থাকার কথা নয়, দেবীর ঋতুস্রাবে দেবতার জন্ম
শুধু ভাবছে হৃদয়, পানকৌড়ি, ডুব দিলেই মাছের ঝাঁক
কে কাকে শিকার করে, রক্ত এক্সপায়ারি ডেট পেরোলে
তবে কি সব আনন্দঘন পথের শেষে নো ম‍্যানস ল‍্যান্ড
বিষ মাখানো তর্জনীর সূচিপত্র, তফাত যাও, তফাত ...
অন্তরকে বেশি গুরুত্ব দিও না, একটু পাগলাটে ধরণের
জিজ্ঞাসা উঠতে পারে, কবেই-বা সে সুস্থ ছিল, অসুখপ্রিয়
কোলাহল শেষে কার চোঁয়াঢেকুরের কাছে টোকেন চাইবে
কাঁধে হাত রাখলে যে নিশ্বাস দীর্ঘতম, তাকে কী নামে ডাকবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...