Monday, June 29, 2020

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৩৮৬

উৎকন্ঠা/ আশঙ্কা/ শ্বাসরোধী
           ) বিষয়  (
ঠান্ডা মাথায় সমাধান হয় ।

৩৮৭

সুরক্ষা/  নিরাপত্তা/ জীবন
         ) সেনা  (
রাতে নিরাপদে ঘুমোতে পারি ।

৩৮৮

রিমঝিম/ রুমঝুম/ ঝুমঝুম
     ) শব্দ  (
আনন্দে রক্তে বাজতে থাকে ।

৩৮৯

পিশাচ/ ডাইন/ প্রেম
      ) অপদেবতা  (
সব আমাদের ভেতরে আছে ।

৩৯০

কৌশল/ মানুষ/ আলো
       ) ম্যাজিক  (
হাতসাফাই ভেলকি বিস্ময় আনন্দ ।

No comments:

Post a Comment

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ || সোমনাথ বেনিয়া || কবিতা

 কবিতা উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈ...