বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৪০১- ৪০৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার




৪০১

চেয়ার/  কেদারা/  কুরশি
      ) বসা  (
বিভিন্ন রকম মানে আছে!

৪০২

কিসসা/ চর্চা/ নিন্দা
      ) জটিল  (
হয়ে যায় মুখে মুখে ।

৪০৩

টক/ ঝাল/ মিষ্টি
     ) স্বাদ  (
মুখোরোচক কে না চায়!

৪০৪

স্বজন/ ধৃতরাষ্ট্র/ অপত্য
      ) স্বজন  (
নেপোটিজম জন্ম নেয় এভাবে ।

৪০৫

ইচ্ছেশক্তি  /স্ট্রাগল/ স্বপ্ন
       ) লক্ষ্য  (
সামনে এনে দাঁড় করায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...