বুধবার, ১ জুলাই, ২০২০

সৌমিত্র রায় - এর জন্য গদ্য ৫৮ || প্রভাত চৌধুরী || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৫৮.
কবিতাপাক্ষিক ১০৭ সংখ্যার ব্যাক কভারে ছাপা একটি সংবাদ দিয়ে শুরু করছি আজকের কিস্তি :
অগ্নিদগ্ধ বইমেলার ক্ষতিপূরণ বাবদ
১৬, ৩০০ টাকা পেয়েছিল কবিতাপাক্ষিক। এবং
বাংলাভাষার সমস্ত কবি এবং কবিতাপ্রেমীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-কে কৃতজ্ঞতা এবং উষ্ণ অভিনন্দন জানিয়েছিল।
কিন্তু সেদিন একটা কথা ওখানে লেখা হয়নি। তা হল এই ক্ষতিপূরণ দেবার সরকারি সিদ্ধান্ত-কে কার্যকর করতে  পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন ডাইরেকটর কালচার কবি কালীকৃষ্ণ গুহ-র তৎপরতার কথা না লিখলে পাপ হবে । আরো একটা কথাও খুব বিনয়ের সঙ্গে উল্লেখ করতে চাই , এই কাজে বা কাজটি সম্পন্ন করার সঙ্গে যুক্ত ছিল আমার কিছুটা শ্রম এবং অঙ্কবিদ্যা।
এসব টুকরো টুকরো কথা যদি না জানাই তাহলে প্রকৃত সত্য কখনোই প্রকাশিত হবে না।
এবার ১ অক্টোবর১৯৯৬ - এ যেতে চাইছি।
গন্তব্যস্থল : পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি সভাঘর ।
অনুষ্ঠান : শংকর চট্টোপাধ্যায় স্মরণ-উৎসব।
আয়োজক : কবিতাপাক্ষিক।
কবি শংকর চট্টোপাধ্যায়-এর মৃত্যুর কুড়ি বছর পর এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন : সুনীল গঙ্গোপাধ্যায় শ্যামল দত্তরায় সত্যেন্দ্র আচার্য এবং আলোক সরকার
এই উপলক্ষে প্রকাশিত পুস্তকটির অসাধারণ ব্লার্ব লিখে দিয়েছিলেন মান্যবর শঙ্খ ঘোষ।
কবি শংকর চট্টোপাধ্যায় মারা গিয়েছিলেন ১৯৭৬-এ গৌহাটিতে। চাকরি সূত্রে ওখানে গিয়েছিলেন।হার্ট- অ্যাটাকে মৃত্যু ।
মৃত্যুর ঠিক পরেই যে স্মরণ-সভা হয়েছিল , সে সভায় আমি উপস্থিত ছিলাম। ওইদিন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি এখনো শুনতে পাই।
কুড়ি বছর পরে এই স্মরণ-উৎসবে স্মৃতিচারণ করেছিলেন চার আহ্বায়ক সহ শ্যামল গঙ্গোপাধ্যায় কালীকৃষ্ণ গুহ  দীপ সাউ।
কবি-প্রাবন্ধিক সুজিত সরকার শংকরদার কবিতা পাঠ করে আলোচনা করেন।
আর শংকরদার কবিতা পাঠ করেছিলেন :
বিদিশা মাইতি মিতা দে শান্তনু বন্দ্যোপাধ্যায় রজতেন্দ্র মুখোপাধ্যায় নাসের হোসেন এবং ড:  নীলাদ্রি বিশ্বাস।
আরম্ভের গান : রশ্মি বন্দ্যোপাধ্যায় ।
মাঝে ও শেষে গান শুনিয়েছিলেন : তৃপ্তি সেন এবং শ্যামসুন্দর গোস্বামী।
মঞ্চে ব্যবহৃত শংকর চট্টোপাধ্যায়-এর প্রতিকৃতিটি  দিয়েছিলেন সমরেন্দ্র দাস
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন রবীন্দু বিশ্বাস।
সমাপ্তিভাষণের সুযোগ পেয়েছিলাম আমি।
আগামীকালের জন্য অপেক্ষা করা যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...