বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৫ || সোমনাথ বেনিয়া || কবিতা

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৫ 
সোমনাথ বেনিয়া

ভালো লাগে, পিঁপড়ের সারি, দুরন্ত পিয়োনের সংবাদ
নিয়ত নিয়মের জাঁতাকলে শেখায় রাজ‍্যপাট সহজ নয়
হাঁসের পালক ঝরা জল অনাদরে পড়া বৃষ্টির ফোঁটা
তাই কি মনের ভিতর অবলীলায় বজ্রপাতের শব্দ
জানো তো, প্রতিবেশীদের ভুল বাঁশবনের অন্ধকার, তন্দ্রা
সেখানে জ‍্যোৎস্না নেচার কোম্পানির জামের জুস, সুপেয়
সেই ছেলেবেলা খেলার মাঠে মার্জিনে খড়িমাটি, স্মৃতি
ক্ষয় আছে ধরে প্রতিযোগিতার বাজারে ঘরোয়া টোটকা
ভালো লাগে বকের সারি, তাদের বন্ধু হ‌ওয়ার কথা ছিল
নির্জনে দীঘির পাড়ে এক পায়ের সাধনা মুক্তির পথ
কার কাছে এবার খণ্ডাব রাশিচক্রে গ্রহের দোষ, প্রদোষ
হাতের ভিতর হাতের প্রবেশ, পরিকল্পিত অরাজকতায়
মন্দ কী, যদি প্রেমিকার নগ্ন উড়ান দেখি ঘৃণার মাথায় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...