রবিবার, ১৯ জুলাই, ২০২০

করোনা যুদ্ধের অনুগল্প ৪ || মহানির্বাণ || অরবিন্দ মুখোপাধ্যায়

করোনা যুদ্ধের অনুগল্প~৪
               

                মহানির্বাণ
                অরবিন্দ মুখোপাধ্যায়

   প্যানডেমিক কোভিড-১৯ নিয়ে অমরের সদর্থক চিন্তাভাবনা তাকে চার্জড্ রাখে, আর সেটা তার পরিবেশের মধ্যেও সঞ্চারিত করে। সনাতন ভারতের যোগ এবং আধ্যাত্মিক চেতনায় ভর করে সে বলে, কোন ভয় নেই। অলটারনেটিভ ট্রিটমেন্ট,  বিশেষ করে আয়ুর্বেদে প্রবল বিশ্বাসী  অমর এই চ্যলেঞ্জিং পিরিয়ডটা মানব জাতি ওভারকাম করবেই বলে আন্তরিকভাবে মনে করে। সেজন্য সে তার যাবতীয় জ্ঞান, অভিজ্ঞতাকে মানব সেবার কাজে উৎসর্গ করতে চায়। রাজনীতির কথা সে শুনতে চায় না। সে বলে, মানুষ ও প্রকৃতির বিপক্ষে যা যায়, তা অনেক কিছুই হতে পারে -- বর্জন করা উচিৎ। গীতার বাণীকে শিরোধার্য করে। যা হচ্ছে ভালর জন্যই...। তাহলে আমরা কোন পথে চলেছি!  অমর বলে, 'মহানির্বাণ' ।
        এখন প্রশ্নটা হল, 'মহানির্বাণ' কার ?  মানুষের নাকি না-মানুষের.. ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...