Thursday, August 27, 2020

তিনটি অণুকবিতা || ফটিক চৌধুরী || কবিতার সাম্প্রতিক প্রবণতা

তিনটি অণুকবিতা
ফটিক চৌধুরী


হৃদিমন্দির

আমার মুক্তইচ্ছাগুলোর দশা এখন বন্দির
শরীর নামক দেহ এবং হৃদয় নামক মন্দির
বিলিয়ে দিলেন ফুরায় না মনটা বরং জুড়ায়
পথপ্রান্তে যেটুকু পাই, কুড়াই শুধু কুড়াই।

জীবন নদী

জীবন যেভাবে বয়ে যায়
সে তো বহতা এক নদী
সে খরস্রোতার মতো ধায়
মাঝখানে বাঁধ না পায় যদি।

না বলেই

আমার যেসব বন্ধু ছিল
একে একে যাচ্ছে সব চলে
যেতে তো হবেই একদিন
কেউ চলে যাচ্ছে, না বলেই।

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমা হলে (১৪) || কান্তিরঞ্জন দে || কিভাবে সিনেমা " দেখব ?"

  সবাই মিলে সিনেমা হলে (১৪) কিভাবে সিনেমা "  দেখব ?"        সত্যি সত্যি যদি সিনেমার রূপ রস দৃশ্যসুখ উপভোগ করতে চান, তাহলে আগ্রহের ...