মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নূপুর || রুদ্র কিংশুক || কবিতা

নূপুর
রুদ্র কিংশুক


শূন্যতা থেকে শূন্যতার দিকে
নূপুর বেজে উঠছে
 মহাশূন্যপাত্রে ঝরে পড়ছে উপলরাশি
তুমি তাকে অশ্রু বলতে পারো
কোথাও অন্ধকারে একাকী বারবেট ডাকে
 তার ডাক অপস্রিয়ানয়মান দিগন্তরেখা
আমি কিছুতেই পৌঁছতে পারি না
অথচ বর্ষা আসে
 কদম গাছের ডালে সাজানো নক্ষত্র
 কস্তুরীমৃগের সিগনাল ডেকে নিচ্ছে
 ঘূর্ণাবর্তের দিকে

কিছু কথা থাকে
বুকের ভেতর থেকে বাইরে আনা যায় না
 বর্ষার দুরন্ত বাতাস  যদি তাকে চিরতরে
 বিস্মৃতির দিকে নিয়ে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...