রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

অণুকবিতা || ফটিক চৌধুরী



অণুকবিতা || ফটিক চৌধুরী



পাঁচ লাইন

১) ভুল ভাবে বাঁচা হয়ে গেল

২) অদৃশ্য? দৃশ্য থেকে দৃশ্যান্তরের অন্ধকার

৩) আমার অন্ত ছোটে অনন্তের দিকে

৪) কায়াগুলো ছায়া হয়ে অদ্ভুত মায়াময়।


ছয় লাইন


১) তোমার চোখে শ্রাবণ আমার চোখে প্লাবন

২)সূর্যালোকে অদ্ভুত আঁধার,সন্ধাগাছে চাঁদ লুকিয়ে

৩) রাস্তায় কোন বাঁক নেই, শুধু করোনার সরলরেখা

৪) ছুটতে ছুটতে ক্লান্ত পৃথিবী থেমে গেছে গৃহকোণে


সাত লাইন

১)এসো বৃক্ষ, তোমার কাছে এখন প্রকৃতিপাঠ শিখি

২) কোথায় টানবে রাশ, চারিদিকে ছড়িয়ে করোনা ভাইরাস

৩)স্বপ্ন দেখা ভুলে গেছি, বাস্তব সামনে দাঁড়িয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...