বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৬ || সোমনাথ বেনিয়া

 কবিতা


উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৬ / সোমনাথ বেনিয়া



চারিদিকে ফেস্টুন, ছুটে আসছে বিজ্ঞাপনের লোভনীয় হিল্লোল

যথেষ্ট রহস‍্য ভাষার ভিতর ঝুলবারান্দা, পাটের দড়ির দোলনা

কীভাবে শৈশব ভেঙে হাঁটুর খোলে জমেছে বয়েসের কানাকড়ি

শুধু মনে হয়, এই জীবন টেলিগ্রাম, অসময়ে অন‍্যের কাছে বিপর্যয়

তাই প্রকৃতির কাছে পাঠ নিতে শরীরকে সংকুচিত করে রাখি

দাও অভিপ্রায়, দাও মনের ভিতর আন্তর্জাতিক ভুবনডাঙার মাঠ

সমস্ত কথাচরিত উচ্চারিত হোক ফিকে হ‌ওয়া আড়চোখের ভাষায়

অবিলম্বে ভুলে যাওয়ার প্রেমকাহিনি সাইকেলে চেপে দাঁড়াবে মোড়ে

জানি কোনো আমন্ত্রণলিপি থাকবে না মলাটের রঙিন স্টিকারে

সমস্ত বিভাগে শূন‍্যের বাতাবরণ আশ্চর্য নির্বাণের বিলাসিতা

শুধু উপাধি নিয়ে রাস্তা পারাপার, আয়ুর মধ‍্যপন্থার হলুদ সিগন‍্যাল

লজেন্সের রসে জিভের ঐতিহাসিক বিভোর আনন্দ কার শৈশব

তামাটে মুখের পৃথিবীর সূচিপত্রের মাঝখানে মৃত কবিতার শব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...