শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

দুটি চাকা || সায়ন বক্স || কবিতা

 


দুটি চাকা 
সায়ন বক্স 





হাঁটতে হাঁটতে হটাৎ দুটি চাকা থেমে পড়ল মাঝপথে
মুখ ফিরিয়ে চলে যায় সন্ধ্যা
এখন পাখিদের বাসায় ফেরার সময় হয়েছে 
ক্ষনিকের আলাপ সেরে-মেঘের ক্লান্ত মুখপানে চেয়ে বসে থাকে একটি ধ্যানমগ্ন লাঠি
                            যেখানে আমার কবর

নৌকায় মিটমিট জ্বলা আলো, প্রেমিকার নগ্ন দেহ 
এসব এখন আর আমায় ভাবায় না

দুটি লাল চোখ চেয়ে থাকে...

আমি হারিয়ে যেতে চেয়েছি-দূরে বহুদূরে 
যেখানে আমার নাম ধরে ডাকার কেউ থাকবে না 
কিছু কথা গপনীয় থাক,

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...