শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || কনকপ্রভার দিনরাত্রি

 কিছু বই কিছু কথা ।  নীলাঞ্জন কুমার 



কনকপ্রভার দিনরাত্রি । সৌমেন সাউ । কবিতিকা । একশো টাকা ।


কোন কবি যখন গল্প লিখতে বসেন,  তখন তার কাছ থেকে ঘটনাস্রোত নয়,  আরো কিছু আশা করা যেতে পারে । গল্প লেখকের ভেতরে গল্প লেখার ক্যারিশমা আলাদা রকমের থাকলেও একজন কবির গল্পে প্রতিটি শব্দের পরিবেশনে অন্য উচ্চারণ আসে । তাই কবি সৌমেন সাউ এর সাম্প্রতিক গল্পগ্রন্থ  ' কনকপ্রভার দিনরাত্রি ' পড়ে বুঝি , এখানে ঘটনার ঘনঘটার থেকে পাঠকের মনে গল্পের চেতনার দিকটি বিশেষভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি,  যার ভেতরে আলাদা করে কবিতা লেগে থাকে । যাঁরা ঘটনা পড়তে ভালোবাসেন  গল্প নয় , তাদের কাছে সৌমেনের গল্প কতখানি আদরণীয় হবে জানা নেই । তবে পড়ার পর দু- চার  মিনিটের মধ্যে তা ভোলার নয়, অবিরত ভেতরে ঘা মারে ।

            ছোট বড় মিলিয়ে মোট তেরটি গল্পের সমন্বয়ে গঠিত বইটিতে ফুটে ওঠে কনকপ্রভার নিস্তরঙ্গ জীবনের ভেতরে তোলপাড় হওয়ার ছবি,  'দ্বিধা ' গল্পে  ভালোবাসার কথা বলতে না পারার যন্ত্রণা বয়ে বেড়ানো অরুণাভের মনস্তত্ত্ব,  ' আমরা আছি ' গল্পে একজোট হওয়ার স্বপ্ন,  ' ভালোবাসা ' গল্পের ভেতর দিয়ে ভালোবাসার ব্যাখ্যার মতো প্রায় সব গল্পই তাড়িত

করে ।

                  সৌমেনের গল্পের মধ্যে সবচেয়ে জোরালো দিক তাঁর বিশ্লেষনী ক্ষমতা । যা পড়তে পড়তে অনেক সময় নিজেকেও আবিষ্কার করা যায় । ভবিষ্যৎ বলবে আমরা আরো কতো সফল গল্প পাব তাঁর কাছে । কৌস্তুভ মহাপাত্রের প্রচ্ছদ বিষাদের ছবি নারীর ভেতর 

স্বাভাবিকভাবেই ফুটিয়ে তোলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...