গ্লোবাল পলিটিক্স || দীপক মজুমদার
বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ববাসী ,
কোন টু-শব্দ না করে।
ধোঁয়াশার অন্তরালে ষড়যন্ত্রের প্রশ্নচিহ্ন ছিল !
কোভিড-১৯ কুঁকড়ে খাচ্ছে আমাদের।
অথচ গোটাবিশ্ব সিদ্ধান্তহীনতায় ।
ফাঁকামাঠে পেশীর আস্ফালন
দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
খেলা জুতসই নয়___
গ্লোবাল পলিটিক্স-এ 'ড্রাগন' ক্রমশঃ এগিয়ে চলেছে .....
গভীর ইঙ্গিতবাহী....
উত্তরমুছুনসত্যিই সাধারণ মানুষ বড়ই অসহায় ।ভালো লেখা ।
উত্তরমুছুন