শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

নাসেরদা || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতা

 নাসেরদা       ||    জয়ন্ত চট্টোপাধ্যায় 



এক একটা যাওয়ার কোনো দায়বদ্ধতা নেই


মালিকে প্রশ্ন করি, এত যে সাজিয়েছো উপবন বিবিধ গন্ধ আমোদিত  চরাচর কানাকানি মৌমাছির

ফুলেল স্বপ্ন ছেড়ে চলে যাও কোন অজানায়? 


সেখানে কি মাটি আছে উদ্ভিদসম্ভব?

সবুজের ভাবীকাল মায়ামুখ ডাক? 


সেখানে কোন মালঞ্চের মালাকার হবে ! 


চলে যাও এত তাড়াতাড়ি বাহনের অভাব ছিল কি

পক্ষীরাজ অথবা সাম্পান! 


সব ফুল ফেলে রেখে যাও অভিমান

অতৃপ্তির বিষাদমেঘ রেখে।




গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২

কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮

ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...