অবহেলা
দীপক মজুমদার
আর গোপন রাখব না আমাদের সম্পর্কের ইতিবৃত্ত।
শব্দের খাঁজে লুকানো গোলাপের উষ্ণতা।
ঝাউবনের নির্জনতায় জৌলুস সম্পৃক্তি।
প্রিয় নিরাপদ ভাড়াঘরের সর্বসুখ ,
জীবনের আলো-অন্ধকার-গভীরতা....
এবার মুখ খুলতে চাই গহীন অরণ্যে
নিজের শূন্যতার কাছে।
অবিশ্বাসী চোখে মূল্যহীন প্রতিশ্রুতির ছাই উড়ে।
মন ভাঙ্গুক নদীর পাড়ের মত ভাল্লুকী-শীৎকারে __
গোপনীয়তার বেড়া ভাঙ্গতে মন নেই তবু !
তোমার পানসে প্রতিশ্রুতিতে প্রেমের বাজনা নেই ,
আছে ভাঙ্গনের মৃদুবিষ__ 'অবহেলা' ।
গভীর উপলব্ধি ।সত্যিই আমরা সবাই প্রেমের কাঙাল । ভালো লেখা ।
উত্তরমুছুনKhub sundor hoache
উত্তরমুছুন